বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির সুযোগ

  




বাংলাদেশ নৌবাহিনীতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাহাজের জন্য টেকনিক্যাল শাখায় এ-২০২২ ব্যাচে ‘ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার-৪র্থ’ পদে ১০০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা প্রার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

শাখার নাম: টেকনিক্যাল শাখা।

ব্যাচের নাম: এ>২০২২।

পদের নাম: ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার>৪র্থ।

পদসংখ্যা: ১০০ জন।

বয়সসীমা: ১৮>৩০ বছর।


আবেদন যোগ্যতা: ন্যূনতম ডিপ্লোমা পাস থাকতে হবে। উচ্চতা ১৬২.৫ সে:মি:। বুকের মাপ ৭৬-৮১ সে:মি:, সম্প্রসারণ ৫ সে:মি:। চোখের দৃষ্টি : ৬ বাই ৬ । শুধু মাত্র পুরুষ প্রার্থীরা চাকুরির জন্য আবেদন করতে পারবেন।


 আগামী ১০ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে , আবেদন করা যাবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।


আবেদন নিয়ম:

আগ্রহী প্রার্থীরা:  joinnavy.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।


                       Apply


বিস্তারিত দেখুন বিজ্ঞাপনে -




এতক্ষন ধৈর্য্য সহকারে পুরো পোষ্টটি পরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আশা করি (নিয়োগ বিজ্ঞপ্তিটি) নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় নাই  তার পর ও যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে সেটি নিচের কমেন্ট  বক্সে জানিয়ে দিন, যত তারাতারি সম্ভব আমরা আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব । 


Post Related Tags :bangladesh navy job circular 2021,navy job circular 2021,navy job,join bangladesh navy,bangladesh navy job circular,bangladesh navy job 2021,navy job circular,how to apply bangladesh navy,apply bangladesh navy cadet admission,bangladesh navy cadet,navy officers admission 2021,how toapplybangladeshnavycadet,navy,bangladeshnavy,২০২২এdeoব্যাচেনিয়োগ,bd_navy_job_2021,বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগ,bangladesh navy job circular 2021 sainik,




  সমগ্র বাংলাদেশের সকল প্রকার সরকারী এবং বেসরকারী চাকরির বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে প্রতিদিন BD_New_Job_Plus1 ওয়েবসাইটি ভিজিট করুন । কেননা- BD New Job Plus1 ওয়েবসাইটি মূলত চাকরির সকল প্রকার খবর নিয়ে তৈরী করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর এই ওয়েবসাইটে নিয়মিত পোষ্ট করা হয়ে থাকে। তাই যারা নিয়মিত সকল প্রকার চাকুরির খবর অনলাইনে ঘরে বসে পেতে চান-তারা  প্রতিদিন BD_New_Job_Plus1         ওয়েবসাইটি ভিজিট করুন    


                   আমাদের_ইউটিউব_চেনেল



Post a Comment

0 Comments