বিজিবি তে (সিপাহী জিডি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ BGB Job Circular 2021

  




BGB Job Circular 2021: সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি ৯৮ তম) ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএমএস এর মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে ১৫ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১০ টা থেকে এবং চলবে ২৪ অক্টোবর ২০২১ তারিখ বিকাল ৫ টা পর্যন্ত।

(BGB Job Circular 98 Batch)

আবেদনের যোগ্যতা:
এইচএসসি পাশ পুরুষ ও নারী উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ  ২.৫০ পেতে হবে।

পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি বা (১১০ পাউন্ড) বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।

মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা (১০৪ পাউন্ড) বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি ।

উপ জাতীয় পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি বা (১০৪ পাউন্ড) বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। উপ জাতীয় মহিলা প্রার্থীদের উচ্চতা (৫ ফুট), ওজন ৪৩.৫৪৪ কেজি বা (৯৬ পাউন্ড) হতে হবে।

৮ এপ্রিল ২০২২ তারিখে প্রার্থীদের বয়স  (১৮ থেকে ২৩) বছরের মধ্যে হতে হবে। দৃষ্টিশক্তি ৬-৬ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

রেজিস্ট্রেশনের নিয়ম;
টেলিটক সিমের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে ১৫ অক্টোবর ২০২১ তারিখ (সকাল ১০ টা) থেকে ২৪ অক্টোবর ২০২১ তারিখ (রাত ১২ টা ) পর্যন্ত।

প্রথমে মোবাইল এর মেসেজ অপশনে গিয়ে BGB<space>HSC PASS YEAR<space>HSC Board Keyword<space>HSC Roll<space>SSC Pass Year<space>SSC Board Keyword<space>SSC Roll<space>Home District Code<space>Upazilla Name লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে । প্রত্যেক জেলার কোড নম্বর বিজ্ঞপ্তিতে দেওয়া আছে ।

(এসএমএসে) পাঠানো তথ্য যাচাই করে, যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক ফিরতি (এসএমএসে) একটি পিন (PIN) নম্বর পাঠানো হবে। প্রাপ্ত পিন নম্বরসহ BGB<space>YES<space>PIN Number<space>Contact Mobile Number লিখে পুনরায় (১৬২২২) নম্বরে এসএমএস পাঠাতে হবে।

২য় এসএমএস পাঠানোর সময় মোবাইলে পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং এসএমএস চার্জ সহ মোট ১৬০ টাকা মূল ব্যালেন্স থাকতে হবে। আবেদন ফি কেটে রেজিস্ট্রেশন নম্বরসহ একটি (কনফার্মেশন) এসএমএস পাঠানো হবে। রেজিস্ট্রেশন নম্বর সহ এসএমএস টি সংরক্ষণ করতে হবে।

এসএমএস সংক্রান্ত বিষয়ে জানার জন্য যে কোন মোবাইল থেকে (০১৭৬৯৬০০৮৯৮) নম্বরে ফোন করে,অথবা টেলিটক থেকে ১২১ এ ফোন করে বিস্তারিত জানা যাবে।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে 

BGB Job Circular (98 Batch)



Post Related Tags বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ ২০২১,bgb job circular 2021,border guard bangladesh job circular 2021,bgb job circular,বিজিবি নিয়োগ ২০২১,বিজিবি চাকরির সার্কুলার,বিজিবি চাকরির খবর,bgb job circular 98 batch,bgb job circular 2021 98 batch,bangladesh bgb job circular 2021,বিজিবি নিয়োগ 2021,bgb bangladesh,বর্ডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2021,বর্ডার গার্ড বাংলাদেশ নিয়ােগ কবে,বর্ডার গার্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


  সমগ্র বাংলাদেশের সকল প্রকার সরকারী এবং বেসরকারী চাকরির বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে প্রতিদিন BD_New_Job_Plus1 ওয়েবসাইটি ভিজিট করুন । কেননা- BD New Job Plus1 ওয়েবসাইটি মূলত চাকরির সকল প্রকার খবর নিয়ে তৈরী করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর এই ওয়েবসাইটে নিয়মিত পোষ্ট করা হয়ে থাকে। তাই যারা নিয়মিত সকল প্রকার চাকুরির খবর অনলাইনে ঘরে বসে পেতে চান-তারা  প্রতিদিন BD_New_Job_Plus1         ওয়েবসাইটি ভিজিট করুন  



 আমাদের_ইউটিউব_চেনেল_নতুন_নতুন_চাকুরির_খবর_পেতে  চেনেলটি ভিজিট করুন

Post a Comment

1 Comments