অভিভাবকের সম্মতিপত্র (অভিভাবক সম্মতিসূচক সনদপত্র)

 


অভিভাবকের (সম্মতিপত্র) : বর্তমানে প্রায় অধিকাংশ চাকুরিতেই অভিভাবকের সম্মতিপত্র চাওয়া হয়।কিন্তু অনেকেই জানে না অভিভাবকের সম্মতিপত্র আসলে কি? সেটি  লিখতে হয় কীভাবে ? যারা এই বিষয়টি নিয়ে ঘাবড়িয়ে যান তাদের জন্য আজকের এই পোষ্টটি। অভিভাবকের সম্মতিপত্র নিয়ে বিস্তারিত জানতে নিচের পোষ্টটি পড়ুন তাহলে এই বিষয়টি নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না !

 

 

নিচের পুরো পোষ্টটি থেকে আপনারা যা যা জানতে পারবেন 

(১)কোথা থেকে পাবেন অভিভাবকের সম্মতিপত্র । 

(২)অভিভাবকের সম্মতিপত্র আসলে কি । 

(৩) অভিভাবকের সম্মতি পত্র কার মাধ্যমে লিখতে হয় ।

(৪) সম্মতি পত্রটি কার কাছ থেকে সত্যায়িত করবেন ।

(৫)কীভাবে ফরমটি পূরন করবেন ।

 

 অভিভাবকের সম্মতিপত্র নিয়ে উপরের উল্লিখিত পাচঁটি বিষয় সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো, তা ধৈর্য্য সহকারে  পড়ুন 

 

* যেকোনো ফটোকপির দোকানে বা লাইব্রেরিতে গিয়ে বলবেন একটি অভিভাবকের সম্মতি পত্র  লাগবে । তখন তারা আপনাকে একটি অভিভাবকের সম্মতি পত্রের ফরম  দিবে । তাছাড়া আপনি যদি সম্মতি পত্রটির অরজিনাল ফাইলটির PDF ডাউনলোড করতে চান তাহলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে সেটি নিতে পারবেন । তারপর যেকোনো কম্পিউটার দোকান থেকে শুধু  প্রিন্ট দিলেই হবে ।

* অভিভাবক সম্মতিপত্র বলতে বুঝানো হয় চাকুরিতে যাওয়ার জন্য আপনার পিতা কিংবা পরিবারের অন্য কারো কোনো আপত্তি নেই । তারা স্বজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে আপনাকে চাকুরিতে যাওয়ার জন্য (সম্মতি) প্রদান করেছেন ।

* অভিভাবরকের সম্মতিপত্র বলতে বুঝায় অভিভাবক দ্বারা সম্মতি প্রদানকৃত ফরম । তাহলে বুঝাই যাচ্ছে যে সেটি অভিভাবক দ্বারা পূরন করতে  হবে । এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে অভিভাবক বলতে কাদেরকে বুঝানো হয় ; অভিভাবক হতে পারেন আপনার পিতা-মাতা-ভাই-বোন কিংবা যিনি আপনার অভিভাবকের দায়িত্ব পালন করেন । এই কথাটি বলার কারন হলো অনেকের পিতা-মাতা থাকতে না ও  পারেন, তখন আপনার অভিভাবকের দায়িত্ব যিনি পালন করেন তার স্বাক্ষর নিয়ে আপনি এই সম্মতিপত্রটি পূরন করতে পারবেন ।

* অভিভাবরকের সম্মতিপত্রটি পূরন করা শেষ হলে সেটি সত্যায়িত করতে হবে । সত্যায়িত করার জন্য আপনাকে কোনো গেজেটেড কর্মকর্তার কাছে নিয়ে যেতে হবে না । অভিভাবক সম্মতিপত্রটি আপনার সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করে নিতে পারবেন । এক কথায় বলতে গেলে অভিভাবকের সম্মতিসূচক (সনদপত্র) যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত করতে হবে ।

 অভিভাবক (সম্মতিপত্রটি) আপনার অভিভাবক লিখবেন-অনেকটা এ রকম যে ;

এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, (সন্তানের নাম লিখুন) আপনার নাম, (পিতার নাম লিখুন) আপনার পিতার নাম, মাতার নাম লিখুন আপনার মাতার নাম, আপনার গ্রামের নাম, ডাকঘরের নাম, থানার নাম লিখুন, উপজেলার নাম  তারপর আপনার জেলার নাম, সে আমার সন্তান ।

তাকে ‘‘ আপনি যে চাকুরিতে যোগদান করতে চান  উল্লেখ করুন ” চাকরির জন্য (স্ব-জ্ঞানে) সম্মতি প্রদান করিলাম । তার এই নিয়োগ এ আমার বা আমার পরিবারের কাহারো কোনো আপত্তি নাই ।

                      আমি তার সর্বাঙ্গীন উন্নতি ও সাফল্য কামনা করি ।

তারিখ:………………………… hhhঅভিভাবকের স্বাক্ষর ……………………………..                                                              

* আজ এ পর্যন্ত চাকরি সংক্রান্ত যেকোনো ফরম খুব সহজে পেতে চাইলে উপরের মেনু থেকে আপনার প্রয়োজনীয় ফরম যেমন: ১>চারিত্রিক সনদপত্র ২>বার্ষিক আয় প্রত্যয়নপত্র ৩>অভিভাবক সম্মতিপত্র ৪>স্থায়ী বাসিন্দা সনদ ৫>বেকারত্ব সনদ  ৬>অবিবাহিত সনদ পত্র ৭>এছাড়াও চালান ফরম বাংলা বায়ো ডাটার ফরম  ৮>ইংলিশ বায়োডাটার ফরম  ৯>জন্ম নিবন্ধন ফরম এই গুলো ডাউনলোড করে নিতে পারবেন ।

অভিভাবকের-সম্মতিপত্র-guardian-consent-form

 

 


Post Related Tags অভিভাবকের সম্মতিপত্র,অভিভাবক সম্মতিপত্র,কি ভাবে অভিভাবক সম্মতি পত্র লেখবেন,অভিভাবক সম্মতিসূচক সনদপত্র,অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র নমুনা,অভিভাবকের সনদপত্র লেখার নিয়ম,সনদপত্র লেখার নিয়ম,অভিভাবকের স্বাক্ষর,অভিভাবকের সম্মতিসূচক পত্র,সম্মতিপত্র লেখার নিয়ম,অভিভাবকের সম্মতিপত্র লেখার নিয়ম,চাকুরীর জন্য সম্মতিপত্র,অভিভাবক সনদপত্র,পুলিশ কনস্টেবল অভিভাবক সম্মতিপত্র,অভিভাবকের অনুমতি সনদপত্র,অনুমতি সনদ,অভিভাবকের অনুমতিপত্র,চাকুরীর প্রয়োজনে অভিভাবকের সম্মতিপত্র 


  সমগ্র বাংলাদেশের সকল প্রকার সরকারী এবং বেসরকারী চাকরির বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে প্রতিদিন BD_New_Job_Plus1 ওয়েবসাইটি ভিজিট করুন । কেননা- BD New Job Plus1 ওয়েবসাইটি মূলত চাকরির সকল প্রকার খবর নিয়ে তৈরী করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর এই ওয়েবসাইটে নিয়মিত পোষ্ট করা হয়ে থাকে। তাই যারা নিয়মিত সকল প্রকার চাকুরির খবর অনলাইনে ঘরে বসে পেতে চান-তারা  প্রতিদিন BD_New_Job_Plus1         ওয়েবসাইটি ভিজিট করুন  



 আমাদের_ইউটিউব_চেনেল_নতুন_নতুন_চাকুরির_খবর_পেতে  চেনেলটি ভিজিট করুন

Post a Comment

2 Comments