(চারিত্রিক সনদপত্র)
নিচের পুরো পোষ্টটির সাহায্যে চারিত্রিক সনদপত্র সম্পর্কে আলোচনা করা হয়েছে , ধৈর্য সহকারে পুরো পোষ্টটি পড়বেন ।
১> চারিত্রিক সনদপত্র কি ?
২> সনদপত্রটি কেন ব্যবহার করা হয় ?
৩> সনদপত্রটি কার কাছ থেকে নিতে হয় ?
৪> সনদপত্রটি পূরনের নিয়ম ?
৫> কোথা থেকে ডাউনলোড করবেন ?
* চারিত্রিক সনদপত্র ও প্রশংসাপত্র একই অর্থ বহন করে, কেননা দুইটিই চরিত্রের উপর লেখা সনদ । চারিত্রিক সনদপত্র প্রদান করেন ইউনিয়ন চেয়ারম্যান আর প্রশংসাপত্র প্রদান করা হয়ে থাকে (স্কুল) কলেজ কর্তৃক ।
* সরকারি চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে চারিত্রিক সনদপত্রের প্রয়োজন হয় । চারিত্রিক সনদপত্রটি যেহেতু চরিত্রের উপরে লিখে দেয়া হয়। সেহেতু সেটি আপনার এলাকার চেয়ারম্যান, কাউন্সিলর সহ গেজেটেড অফিসার প্রদান করবেন ।
* বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে চারিত্রিক সনদপত্র নিতে গিয়ে শতাধিক টাকা সম্মানি প্রদান করতে হয় । যারা সম্মানি দেয়, শুধু তারাই সনদপত্র পায় । আর যারা দেয় না তারা সনদ পায় না । বলতে গেলে দেখা যায় টাকার বিনিময়ে বর্তমানে সনদপত্র নিতে হয় । বর্তমান এই সময়টিতে বিভিন্ন চাকুরির জন্য এই সনদপত্র প্রদান করতে হয় । তাই কিছু অসাধু চক্র এই সুযোগটিকে কাজে লাগিয়ে চারিত্রিক সনদপত্রের জন্য ব্যবসা শুরু করেছে । এই চক্রটি সনদপত্র দেওয়ার পাশা পাশি টাকার বিনিময়ে কাগজপত্র সত্যায়ন ও করে থাকেন ।
* (চারিত্রিক সনদপত্র) লেখার নিয়ম : সনদপত্রটি সাধারনত নিম্নেলিখিত নিয়মে লেখা হয়, যেমন;
এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, মো: রুবেল মিয়া, পিতাঃ মো: দেলশাদ মিয়া, মাতাঃ রমিচা বেগম, গ্রাম/মহল্লাঃ ভাংনী, ডাকঘরঃ চন্ডিপুর, কোড নংঃ ৩২০১, থানাঃ মিঠাপুকুর সদর, জেলাঃ রংপুর । আমার নিকট তিনি ব্যক্তিগত ভাবে পরিচিত । আমার জানামতে সে রাষ্ট্র বা সমাজ বিরোধী কোনো কর্মকান্ডের সাথে জড়িত নয় । তাহার স্বভাব ও চরিত্র খুব ভাল, আমি তাহার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি ।
তারিখ:………………..........
* আপনাদের সুবিধার্তে চারিত্রিক সনদপত্রের ১কপি আমাদের ওয়েবসাইটে দেয়া হয়েছে । আপনারা সেটি ডাউনলোড করে আপনাদের প্রয়োজন অনুযায়ী এডিট করতে পারবেন, আশা করি এটি আপনাদের কাজে আসবে ।
এতক্ষন ধৈর্য্য সহকারে পুরো পোষ্টটি পরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আশা করি (চারিত্রিক সনদপত্র) নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় নাই । তার পর ও যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে সেটি নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন, যত তারাতারি সম্ভব আমরা আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব ।
Post Related Tags : চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম, চারিত্রিক সনদপত্র ডাউনলোড, চারিত্রিক সনদপত্রের জন্য আবেদন, শিক্ষা প্রতিষ্ঠানের চারিত্রিক সনদপত্র, স্কুল চারিত্রিক সনদপত্র, character certificate, how to create a character certificate, character certificate bangla, bangla character certificate, birth certificate online, জন্ম নিবন্ধন, সনদপত্র, সার্টিফিকেট, চেয়্যারমেন সনদ, চেয়ারম্যান সার্টিফিকেট অনলাইন, অনলাইনে নাগরিক সনদ, নাগরিক সনদ pdf, নাগরিকত্ব সনদপত্র ফরম, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ, জাতীয় সনদ পত্র
সমগ্র বাংলাদেশের সকল প্রকার সরকারী এবং বেসরকারী চাকরির বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে প্রতিদিন BD_New_Job_Plus1 ওয়েবসাইটি ভিজিট করুন । কেননা- BD New Job Plus1 ওয়েবসাইটি মূলত চাকরির সকল প্রকার খবর নিয়ে তৈরী করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর এই ওয়েবসাইটে নিয়মিত পোষ্ট করা হয়ে থাকে। তাই যারা নিয়মিত সকল প্রকার চাকুরির খবর অনলাইনে ঘরে বসে পেতে চান-তারা প্রতিদিন BD_New_Job_Plus1 ওয়েবসাইটি ভিজিট করুন ।
আমাদের_ইউটিউব_চেনেল_নতুন_নতুন_চাকুরির_খবর_পেতে চেনেলটি ভিজিট করুন
0 Comments