(জীবন বৃত্তান্ত CV) লেখার নিয়ম * ২০২১ সালে কেমন জীবন বৃত্তান্ত CV তৈরি করবেন ?
* আজকে আপনাদের সাথে যে বিষয় শেয়ার করতে যাচ্ছি সেটি হয়তো উপরের Title দেখেই বুঝতে পেরেগেছেন ! হ্যা, আজকে আপনাদের সাথে একটি আকর্ষনীয় (জীবন বৃত্তান্ত CV) লেখার নিয়ম নিয়ে আলোচনা করা হবে,এরং যে জীবন বৃত্তান্তটি শেয়ার করবো সেটি দিয়ে সব ধরনের (জীবন বৃত্তান্ত CV) লেখা সম্ভব।
* জীবন বৃত্তান্ত বলতে আমরা কি বুঝি, এক কথায় বলতে গেলে (জীবন বৃত্তান্ত CV) হচ্ছে ১ মাএ মাধ্যম যার সাহায্যে আপনি প্রার্থী হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান সমূহে চাকরির জন্য আবেদন করতে পারবেন। কেননা প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেই আপনার (জীবন বৃত্তান্ত CV) দেখার পর ইন্টারভিউ দেওয়ার জন্য ডাক দেওয়া হয় । তাই (CV) তৈরি করার আগে খুব মনোযোগ সহকারে (CV) তে কি কি লিখবেন একটি রাফ করে নিবেন, যাতে পরবর্তীতে Computer এ টাইপ করার সময় কোনো Mis না হয় ।
* জীবন বৃত্তান্ত (CV) তৈরি করার সময় একটি কথা মনে রাখতে হবে সেটি হলো চাকুরীদাতা প্রতিষ্ঠানগুলো একটি জীবন বৃত্তান্ত (CV) দেখতে ৩০ সেকেন্ডের বেশি সময় নেয় না, এর কারন হলো তাদের নিকট অনেক পরিমানে জীবন বৃত্তান্ত পাঠানো হয় । এতে করে বেশি সময় নিয়ে জীবন বৃত্তান্ত দেখা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনা । তাই জীবন বৃত্তান্ত (CV) টি এমনভাবে তৈরি করতে হবে যাতে ৩০ সেকেন্ড সময় নিয়ে দেখলেই পুরো জীবন বৃত্তান্ত সম্পর্কে মোটামোটি একটি ধারনা আসে ।
* সবশেষে একটি কথা, চাকরি পাইয়ে দেয়ার জন্য জীবন বৃত্তান্ত-ই একমাত্র মাধ্যম যা আপনাকে ইন্টারভিউ বোর্ড পর্যন্ত নিয়ে যাবে । তাই সবসময় ভালো মানের CV লেখার চেষ্টা করবেন, একমাএ চাকরি খুঁজুন.কম আপনাদের দিচ্ছে ফ্রি জীবন বৃত্তান্ত ফরম্যাট, ফরম্যাট গুলো ডাউনলোড করতে প্রতিটি সিভির নিচে ডাউনলোড বাটনে ক্লিক করুন ।
***(জীবন বৃত্তান্ত CV) লেখার নিয়ম ! একটি আকর্ষনীয় জীবন বৃত্তান্তে যা থাকা প্রয়োজন এবং তৈরি করতে যে যে অংশ গুলো লিখতে হয় >***
১. Title [ শিরোনাম ]
২. Career Summary [ ক্যারিয়ার সংক্ষিপ্ত বিবরন ]
৩. Career Objective [ পেশাগত লক্ষ্য]
৪. Special Qualification [ বিশেষ যোগ্যতা ]
৫. Employment History [ কর্মসংস্থান ইতিহাস ]
৬. Academic Qualification [ শিক্ষাগত যোগ্যতা ]
৭. Training [ প্রশিক্ষন ]
৮. Career and Application Information [ পেশা এবং আবেদনপত্র ]
৯. Language Proficiency [ ভাষাগত দক্ষতা ]
১০. Personal Information [ ব্যক্তিগত তথ্য ] [ Reference ( উল্লেখ ]
Title [ শিরোনাম ]
[Title] বলতে বুঝানো হয়েছে জীবন বৃত্তান্তের একদম শুরুতে [Bold] করে আপনার পুরো নাম> পরবর্তীতে আপনার ঠিকানা> যে ঠিকানায় কোনো চিঠি পাঠালে আপনাকে পাওয়া যাবে । তারপর আপনার পার্সোনাল ফোন নাম্বার দিবেন এবং ই মেইল অ্যাড্রেস দিবেন।
Career Objective [ পেশাগত লক্ষ্য ]
(পেশাগত) লক্ষ্য হলো বর্তমান চাকরির ক্ষেত্রে আপনার পেশাগত লক্ষ্য কি ? যেমন আপনি যে প্রতিষ্ঠানে জীবন বৃত্তান্তটি পাঠাচ্ছেন সে কোম্পানিকে আপনি কি দিতে পারবেন [ কাজের মাধ্যমে ] । [Career Objective] অংশটিতে কোম্পানি আপনার কাছ থেকে কি আশা করতে পারে সেটিই ফুটিয়ে তোলার চেষ্ঠা করুন ।
Career Summary [ ক্যারিয়ার সংক্ষিপ্ত বিবরন ]
এই অংশটিতে আপনি আপনার পুর্বের অভিজ্ঞতা এবং কোথায় কাজ করেছেন সেটি সংক্ষিপ্ত ভাবে লিখুন । চার পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে থাকলে এই অংশটি আপনি ৫>৬ লাইনের ভিতরে লিখে শেষ করতে পারেন ।
Special Qualification [ বিশেষ যোগ্যতা ]
বিশেষ যোগ্যতা বলতে আমরা অতিরিক্ত যোগ্যতা বলে থাকি, অতিরিক্ত যোগ্যতায় যদি আপনি ভালো পারদর্শী হয়ে থাকেন তাহলে সেটি শিক্ষাগত যোগ্যতার আগে দেওয়াই ভালো হয় । কিন্তু অতিরিক্ত যোগ্যতায় আপনি যদি তেমন বেশি পারদর্শী না হন নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সেটি শিক্ষাগত যোগ্যতার পরে দিয়ে দিন ।
Employment History [কর্মসংস্থান ইতিহাস]
কর্ম সংস্থান ইতিহাস কি ? কর্মসংস্থান ইতিহাস হলো চাকরিতে যোগদান করার পর বর্তমান সময় পর্যন্ত আপনি কোন কোন কোম্পিানিতে চাকুরি করেছেন এবং সেই কর্মস্থানে আপনার পজিশন কি ছিল ও কোন কোম্পানিতে কত বছর কাজ করেছেন এ সমস্ত কিছুর বিস্তারিত লিখে দিবেন । অনেক সময় দেখা যায় যাদের অভিজ্ঞতা বেশি বেশি তারাই ইন্টারভিউ এর জন্য ডাক পান । এক কথায় বলতে হয় কর্মসংস্থান ইতিহাস হলো পূর্ববর্তী কাজের বিস্তারিত বর্ননা ।
Academic Qualification [ শিক্ষাগত যোগ্যতা ]
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনার কাঙ্খিত কোম্পানির ডিমান্ড এর দিকে লক্ষ্য রেখে আপনার ডিগ্রী গুলোর নাম উল্লেখ করবেন এবং নিচে উল্লিখিত নিয়মানুসারে তথ্য প্রদান করুন ।
- Name Of Exam [S.S.C, H.S.C, Honars, Masters]
- Name Of Board [ বোর্ডের নাম লিখুন ]
- Group Name [ যে বিষয়ের উপর পড়াশুনা করেছেন ]
- Result [ ফলাফল ]
- Passing Year [ পরীক্ষায় পাসের সাল ]
Training [ প্রশিক্ষন ]
কোনো বিষয়ের উপর যদি আপনার ট্রেনিং নেয়া থাকেন তাহলে জীবন বৃত্তান্তে উল্লেখ করে দিয়ে দিবেন কেননা চাকুরীদাতা প্রতিষ্ঠান গুলো সবসময় অভিজ্ঞতা সম্পন্ন জনবল খোজে । কোম্পানি গুলোর কাছে যাদেরকে অভিজ্ঞতা সম্পন্ন বলে মনে হয় তারাই ভালো মানের চাকরি পায় । তাই আপনার যদি কোনো বিষয়ের উপর ট্রেনিং থাকে তাহলে সেটি (CV) তে সুন্দর ভাবে উপস্থাপন করবেন ।
Career and Application Information [পেশা এবং আবেদনপত্র ]
পেশা এবং আবেদন তথ্য হিসেবে আপনি যা দিতে পারেন তা হলো আপনি কোন চাকরি করতে আগ্রহী কিংবা কোন ধরনের চাকরি খুজছেন, সেটি কি ফুলটাইম হবে নাকি পার্টটাইম হবে । বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানে আপনার বেতন কত এবং নতুন কর্মস্থলে প্রত্যাশিত বেতন কত আশা করেন সেটিও দিয়ে দিবেন । তাছারা আপনার পছন্দের চাকরির ধরন এবং কোন জেলায় চাকরি করার জন্য আগ্রহ করেন । এই সমস্ত কিছু (CV) তে উল্লেখ করতে পারেন সে ক্ষেত্রে আপনার Demand সম্পর্কে ও চাকুরীদাতা প্রতিষ্ঠান কিছুটা ধারণা নিতে পারবে ।
Language Proficiency [ ভাষাগত দক্ষতা ]
ভাষাগত দিক দিয়ে আপনি কোন ধরনের ভাষা জানেন সেটিও সংক্ষেপে জীবন বৃত্তান্তে দিয়ে দিবেন যেমন আপনি কোন ভাষায় কথা বলতে পারে এবং কোন ভাষায় লিখতে পারেন । এই গুলো সংক্ষেপে দিয়ে দিবেন ।
Personal Information [ ব্যক্তিগত তথ্য ]
ব্যক্তিগত বলতে বুঝানো হয় আপনার যাবতীয় তথ্য । ব্যক্তিগত তথ্য হিসেবে আপনি যা যা দিতে পারেন:-
- ১.Father’s Name
- ২.Mother’s Name
- ৩.Date of Birth
- ৪.Gender
- ৫.Marital Status
- ৬.Nationality
- ৭.National Id No.
- ৮.Religion
- ৯.Present Address
- ১০.Permanent Address
- ১১.Current Location
Reference [ উল্লেখ ]
রেফারেন্স লিখতে অনেকেই যে ভূলটি বেশি করে থাকেন, রেফারেন্স হিসেবে আত্মীয় স্বজনের নাম দিয়ে দেয় । এই ভূলটি কখনই করবেন না । রেফারেন্স হিসেবে আপনার কোনো শিক্ষক কিংবা আপনার কর্মস্থলের সিনিয়র কাউকে রাখলে ভালো হয় । রেফারেন্স হিসেবে যার নামটি দিবেন তার কাছ থেকে অনুমতি নিবেন । রেফারেন্সে আপনি যা যা দিতে পারেন:-
- Name :
- Organization :
- Designation :
- Address :
- Phone No :
* (জীবন বৃত্তান্ত CV) হলো নিজেকে উপস্থাপন করার একমাএ সহজ উপায় মাধ্যম, তাই যতটুকু সম্ভব নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করে তোলার জন্য আকর্ষনীয় ভাবে (CV) তৈরি করতে হবে । CV তৈরি করার সময় যে বিষয়টির প্রতি বেশি নজর দিতে হবে তা হলো জীবন বৃত্তান্তটি যেন দুই পৃষ্ঠার হয় ।
এতক্ষন ধৈর্য্য সহকারে পুরো পোষ্টটি পরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আশা করি (জীবন বৃত্তান্ত CV) নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় নাই । তার পর ও যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে সেটি নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন, যত তারাতারি সম্ভব আমরা আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব ।
Post Related Tags : bio data, cv, how to write a cv, জীবন বৃত্তান্ত, cv format, bangla biodata format, resume format, বাংলা সিভি, resume design, cv design, creative resume, make cv, cv ms word 2013 2017 2016, rayhan tanjim, bio data create, how to create bio data, জীবন বৃত্তান্ত বাংলা, জীবন বৃত্তান্ত লেখার নিয়ম, bio date format, জীবন বৃন্তান্ত 1 পেজ, জীবন বৃন্তান্ত তৈরি, কিভাবে জীবন বৃত্তান্ত তৈরি করব, সিভি ডাউনলোড pdf, cv লেখার নমুনা, সিভি ফরমেট download, how to make biodata
সমগ্র বাংলাদেশের সকল প্রকার সরকারী এবং বেসরকারী চাকরির বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে প্রতিদিন BD_New_Job_Plus1 ওয়েবসাইটি ভিজিট করুন । কেননা- BD New Job Plus1 ওয়েবসাইটি মূলত চাকরির সকল প্রকার খবর নিয়ে তৈরী করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর এই ওয়েবসাইটে নিয়মিত পোষ্ট করা হয়ে থাকে। তাই যারা নিয়মিত সকল প্রকার চাকুরির খবর অনলাইনে ঘরে বসে পেতে চান-তারা প্রতিদিন BD_New_Job_Plus1 ওয়েবসাইটি ভিজিট করুন ।
আমাদের_ইউটিউব_চেনেল_নতুন_নতুন_চাকুরির_খবর_পেতে চেনেলটি ভিজিট করুন
0 Comments