আগামী ১২ নভেম্বর রোজ শুক্রবার,বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) জেনারেল পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা হইতে বেলা ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী রাজধানীর ৭৯টি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এমসিকিউ টাইপের পরীক্ষা।
পরীক্ষার কেন্দ্রের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার কেন্দ্রে প্রবেশপত্র ব্যতিত কোনো কাগজ,ফোন, ক্যালকুলেটর বা অন্য কোনো ডিভাইস নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।
পরীক্ষা শুরুর হওয়ার ৫০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানটি।
এছাড়াও প্রার্থীদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে পরিক্ষা কেন্দে। মাস্ক ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
বিস্তারিত দেখুন বিজ্ঞাপনে -
এতক্ষন ধৈর্য্য সহকারে পুরো পোষ্টটি পরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আশা করি (নিয়োগ বিজ্ঞপ্তিটি) নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় নাই । তার পর ও যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে সেটি নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন, যত তারাতারি সম্ভব আমরা আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব ।
Post Related Tags :নিয়োগ পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ,চাকরির পরিক্ষার তারিখ ঘোষনা,সরকারি চাকরির পরীক্ষার তারিখ প্রকাশ,job exam date 2021,government job exam date,job exam date kobe dibe,govt job exam date 2021,bd job circular 2021,government exam date,স্থগিত নিয়োগ পরীক্ষার নতুন তারিখ,job exam notice 2021,chakrir porikkha kobe hobe,job exam new date 2021,bd job exam date,job exam update 2021,govt job exam update 2021,job exam 2021,চাকরির পরীক্ষার তারিখ,সরকারি চাকরির তারিখ,bangladesh bank job preparation, bangladesh bank job circular 2021, bangladesh bank job circular 2021 apply online, bangladesh bank job circular, bangladesh bank job apply, bank job, bank
সমগ্র বাংলাদেশের সকল প্রকার সরকারী এবং বেসরকারী চাকরির বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে প্রতিদিন BD_New_Job_Plus1 ওয়েবসাইটি ভিজিট করুন । কেননা- BD New Job Plus1 ওয়েবসাইটি মূলত চাকরির সকল প্রকার খবর নিয়ে তৈরী করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর এই ওয়েবসাইটে নিয়মিত পোষ্ট করা হয়ে থাকে। তাই যারা নিয়মিত সকল প্রকার চাকুরির খবর অনলাইনে ঘরে বসে পেতে চান-তারা প্রতিদিন BD_New_Job_Plus1 ওয়েবসাইটি ভিজিট করুন ।
0 Comments