অভিভাবকের আয়ের সনদপত্র নিয়ে অনেকেই দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যান । আজকে আপনাদের সকল সমস্যা দূর করার জন্য এই পোষ্ঠটি লিখতে বসলাম । তাই অভিভাবকের আয়ের সনদপত্র নিয়ে বিস্তারিত জানতে পোষ্টটি মনোযোগ সহকারে পড়ুন :
১> কোথা থেকে পাবেন অভিভাবকের আয়ের সনদপত্র ।
২> কীভাবে (Fill Up) করবেন ।
৩> কার থেকে সত্যায়িত করবেন ।
**উপরে উল্লিখিত প্রতিটি বিষয় নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ধৈর্য্য সহকারে পুরোটা পড়ুন **
* প্রথমত অভিভাবকের আয়ের সনদপত্র কোথা থেকে পাবেন, আপনাদের সুবিধারথে আমরা সনদপত্রটি দিয়ে দিয়েছি, নিচে সনদপত্রটির PDF ফাইলটি ডাউনলোড করতে পারেন, তারপর শুধু কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে নিলেই হবে কিংবা আপনার ইউনিয়ন পরিষদ থেকেও নিতে পারবেন অথবা যে কোনো কম্পিউটার এর দোকানে গিয়ে বললেই আয়ের সনদপত্র দিবে ।
* তারপর আয়ের সনদপত্রটি পূরন করতে হবে । প্রথম যে খালি বক্সটি দেখতেছেন সেখানে আপনি আপনার সার্টিফিকেট এ যে নাম আছে সেটি লিখুন । তারপর আপনার অভিভাবকের নামটি লিখুন । এখন প্রশ্ন হলো অভিভাবকের স্থানে কার নামটি লিখবেন, এক কথায় বলতে গেলে আপনার পরিবার নিয়ন্ত্রন করে যে, যিনি পরিবারের জন্য উপার্জন করে থাকেন এবং যিনি পরিবারের পুরো আর্থিক অবস্থা নিয়ন্ত্রন করেন তার নাম লিখবেন অভিভাবকের স্থানে । সোজা কথায় বলতে গেলে আপনার মেইন অভিভাবক যিনি তার নামটি লিখবেন সেটা হতে পারে আপনার (আব্বু-আম্মু-বড়-ভাই ও বোন) অথবা চাচা কিংবা অন্য যে কেউ । আশা করি কি বুঝাতে পেরেছি ।
*এরপরে বক্স গুলোতে গ্রাম> পোষ্ট অফিস>জেলা>উপজেলা>ওয়ার্ড নম্বর>পিতার পেশা এবং একেবারে শেষের দু্ইটি বক্সে একটিতে পিতার মাসিক আয় এবং অন্যটিতে পিতার বাৎসরিক আয় লিখতে হবে বা দিতে হবে । সকলেই চেষ্টা করবেন আয়ের সঠিক পরিমানটি দেওয়ার জন্য।
* এবার আসি কাকে দিয়ে সত্যায়িত করাবেন, সত্যায়িত করানোর জন্য সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার নিজ এলাকার চেয়ারম্যান দিয়ে করান । খেয়াল করবেন আপনার সনদপত্রে কিন্তু একটা লাইন লেখা আছে “ আমার নিকট তিনি ব্যাক্তিগত ভাবে পরিচিত, অতএব আপনার অভিভাবককে চেনে এমন কোনো ব্যাক্তি যেমন নিজ এলাকার (চেয়ারম্যান) দ্বারা সত্যায়িত করা আপনার জন্য ভালো হবে বলে আমি মনে করি ,সেটাও যদি না করতে পারেন টেনশন করার কিছু নেই আপনি চাইলে কলেজ-ভার্সিটির শিক্ষক দিয়েও সত্যায়িত করে নিতে পারেন ।
* অনেকের মাঝে একটি প্রশ্ন থাকে যে অভিভাবকের আয়ের সনদপত্রের মেইন কপি দিবো নাকি ফটোকপি দিবো, হ্যা অবশ্যই আপনাকে মেইন কপি জমা দিতে হবে । আপনি লক্ষ্য করেন দেখতে পারবেন অধিকাংশ্য চাকুরির ক্ষেত্রেই অভিভাবকের আয়ের (সনদপত্র) এর মূল কপি দেওয়ার কথা বলা হয়ে থাকে।
* আয়ের সনদপত্র নিয়ে টেনশনের কোনো কারন নেই ভর্তির পর কখনই তারা এইসব চেক করে দেখে না । শুধু (Formality Maintain) করার জন্য নিয়ে থাকে ।
* আজকে এই পর্যন্ত চাকরি সংক্রান্ত কোনো ফরম খুব সহজে পেতে চাইলে মেনু বার থেকে আপনি আপনার প্রয়োজনীয় ফরম >যেমন: চারিত্রিক সনদ>বার্ষিক আয় প্রত্যয়নপত্র>স্থায়ী বাসিন্দা সনদ>অভিভাবক সম্মতিপত্র>অবিবাহিত সনদ পত্র>এছাড়াও চালান ফরম>বাংলা বায়ো ডাটার ফরম>ইংলিশ বায়োডাটার ফরম> এবং জন্ম নিবন্ধন ফরম এই গুলো ডাউনলোড করে নিতে পারবেন ।
এতক্ষন ধৈর্য্য সহকারে পুরো পোষ্টটি পরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আশা করি (বার্ষিক আয়ের সনদপত্র) নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় নাই । তার পর ও যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে সেটি নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন, যত তারাতারি সম্ভব আমরা আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব ।
Post Related Tags :certificate, সনদ, সার্টিফিকেট, বার্ষিক আয়ের সনদ কি, বার্ষিক আয়ের সনদ কোথায় পাবো, মাসিক আয়ের সনদ পত্র, বার্ষিক আয়ের প্রত্যয়ন পত্র, কিভাবে বার্ষিক আয়ের সনদ তৈরি করতে হয়, আয়ের সনদ
সমগ্র বাংলাদেশের সকল প্রকার সরকারী এবং বেসরকারী চাকরির বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে প্রতিদিন BD_New_Job_Plus1 ওয়েবসাইটি ভিজিট করুন । কেননা- BD New Job Plus1 ওয়েবসাইটি মূলত চাকরির সকল প্রকার খবর নিয়ে তৈরী করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর এই ওয়েবসাইটে নিয়মিত পোষ্ট করা হয়ে থাকে। তাই যারা নিয়মিত সকল প্রকার চাকুরির খবর অনলাইনে ঘরে বসে পেতে চান-তারা প্রতিদিন BD_New_Job_Plus1 ওয়েবসাইটি ভিজিট করুন ।
আমাদের_ইউটিউব_চেনেল_নতুন_নতুন_চাকুরির_খবর_পেতে চেনেলটি ভিজিট করুন
0 Comments