বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ BPDB Job Circular 2021

 


Bangladesh Power Development [Board BPDB] Job Circular 2021

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের শূন্য পদগুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ০৬ টি পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

পদের নাম>সহকারী পরিচালক (প্রশাসন)।
পদ সংখ্যা>১১ টি।
শিক্ষাগত যোগ্যতা:>স্নাতকোত্তর (ডিগ্রি)।
বেতন : ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।

পদের নাম: সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান)।
পদ সংখ্যা> ০৪ টি।
শিক্ষাগত যোগ্যতা>স্নাতকোত্তর (ডিগ্রি)।
বেতন : ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।

পদের নাম>সহকারী পরিচালক (জনসংযোগ)
পদ সংখ্যা>(০২) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (ডিগ্রি)।
বেতন : ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।

পদের নাম>রসায়নবিদ
পদ সংখ্যা>(০৯) টি।
শিক্ষাগত যোগ্যতা> রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন >২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।

পদের নাম: (ক্রয়)(ভান্ডার)(সিএন্ডএফ) কর্মকর্তা
পদ সংখ্যা: (০৫) টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর  (ডিগ্রি)।
বেতন : ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।

পদের নাম: (সহকারী নিরাপত্তা কর্মকর্তা)(আঞ্চলিক গোয়েন্ডা কর্মকর্তা)
পদ সংখ্যা: (০২) টি।
যোগ্যতা: নিরাপত্তা ও অনুসন্ধান বিষয়ক কাজে ৫ বৎসরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন : ১৬,০০০থেকে ৩৮,৬৪০ টাকা।

আবেদন শুরুর তারিখ: ১১ অক্টোবর ২০২১ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২১ রাত ১২:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনে http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।



                       Apply



বিস্তারিত দেখুন বিজ্ঞাপনে -





এতক্ষন ধৈর্য্য সহকারে পুরো পোষ্টটি পরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আশা করি (নিয়োগ বিজ্ঞপ্তিটি) নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় নাই  তার পর ও যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে সেটি নিচের কমেন্ট  বক্সে জানিয়ে দিন, যত তারাতারি সম্ভব আমরা আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব । 


Post Related Tags :bpdb job circular 2021,bangladesh rural electrification board (bpdb) job circular 2021,bpdb auditor job circular 2021,bpdb.teletalk.com.bd,job circular of bpdb 2021,bpdb new job circular 2021,বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ ২০২১,bangladesh rural electrification board job circular 2021,bangladesh power development board job circular 2021,bangladesh power development board bpdb job circular 2021,bangladesh power development board,



  সমগ্র বাংলাদেশের সকল প্রকার সরকারী এবং বেসরকারী চাকরির বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে প্রতিদিন BD_New_Job_Plus1 ওয়েবসাইটি ভিজিট করুন । কেননা- BD New Job Plus1 ওয়েবসাইটি মূলত চাকরির সকল প্রকার খবর নিয়ে তৈরী করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর এই ওয়েবসাইটে নিয়মিত পোষ্ট করা হয়ে থাকে। তাই যারা নিয়মিত সকল প্রকার চাকুরির খবর অনলাইনে ঘরে বসে পেতে চান-তারা  প্রতিদিন BD_New_Job_Plus1         ওয়েবসাইটি ভিজিট করুন    


                   আমাদের_ইউটিউব_চেনেল




Post a Comment

0 Comments