ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে গুলোতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: (ফায়ার সার্ভিস) ও সিভিল ডিফেন্স অধিদফতর।
পদের নাম: ফায়ার ফাইটার।
পদের সংখ্যা: ২৮৯টি।
কাজের ধরন: পূর্ণকালীন।
কর্মস্থল: ঢাকা।
আবেদনের যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে এসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে। শারীরিক উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ ৩২ ইঞ্চি এবং অবিবাহিত হতে হবে।
তাছাড়া বেশি লম্বা ও সুঠামদেহী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ২০২০ সালের ২৫ মার্চে যাদের বয়স ১৮ থেকে ২০ বছর হতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা সমুহ
বেতন: ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://fscd.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় : ২৪ নভেম্বর, ২০২১।
বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন:
এতক্ষন ধৈর্য্য সহকারে পুরো পোষ্টটি পরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আশা করি (নিয়োগ বিজ্ঞপ্তিটি) নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় নাই । তার পর ও যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে তাহলে সেটি নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন, যত তারাতারি সম্ভব আমরা আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করব ।
Post Related Tags : fire service job circular 2021,bd fire service job circular 2021,fire service circular 2021,fire service job circular,bd fire service job,ফায়ার সার্ভিস নিয়োগ ২০২১,ফায়ার সার্ভিস নিয়োগ ২০২১সার্কুলার,fscd job circular 2021,ফায়ার সার্ভিসে নিয়োগ ২০২১,বাংলাদেশ ফায়ার সার্ভিস নিয়োগ 2021,fire service job 2021,fscd job circular,fire service job circular 2021 bd,ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,fire service jobs,fscd,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ ২০২১
সমগ্র বাংলাদেশের সকল প্রকার সরকারী এবং বেসরকারী চাকরির বিজ্ঞপ্তির আপডেট তথ্য পেতে প্রতিদিন BD_New_Job_Plus1 ওয়েবসাইটি ভিজিট করুন । কেননা- BD New Job Plus1 ওয়েবসাইটি মূলত চাকরির সকল প্রকার খবর নিয়ে তৈরী করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট খবর এই ওয়েবসাইটে নিয়মিত পোষ্ট করা হয়ে থাকে। তাই যারা নিয়মিত সকল প্রকার চাকুরির খবর অনলাইনে ঘরে বসে পেতে চান-তারা প্রতিদিন BD_New_Job_Plus1 ওয়েবসাইটি ভিজিট করুন ।
0 Comments